WriteBangla.com
সমাধান-১
আপনার মোবাইলে বাংলা না থাকলেও আপনি মোবাইলে বাংলা পড়তে বা দেখতে পারবেন, এজন্য আপনাকে অবশ্যই মোবাইলে অপেরা মিনি ব্রাউজারটি ব্যাবহার করতে হবে।
অপেরা মিনি ব্রাউজার দিয়ে মোবাইলে বাংলা পড়ার জন্য এই স্টেপ গুলা ফলো করুন-

১।ইউআরএল এ
mini.opera.com লিখে মোবাইল থেকে ভিজিট করুন
এবং অপেরা মিনি ৪.২ ,৫ অথবা ৬ অথবা অন্য কোন নিউ ভার্সন থাকলে ডাউনলোড করে ইন্সটল করুন। (অপেরা মিনি ৬ ভার্সনে কপি পেস্ট অপশন আছে তাই মোবাইলে সাপোর্ট করলে এই ভার্সন টি ইন্সটল করুন।)

২।এবার অপেরা মিনি ব্রাউজার টি ওপেন করে এড্রেস বারে opera:config লিখে গো অথবা এন্টার প্রেস করে কনফিগ পেজটি লোড করুন।
অথবা মোবাইল থেকে এই লিংক এ ক্লিক করে কনফিগ পেজটি লোড করুন।
আপনি যদি অপেরা মিনি ৬ ইউজ করে থাকেন তাহলে শুধু config: লিখে কনফিগ পেজটি লোড করুন।
অথবা মোবাইল থেকে এই লিংক এ ক্লিক করে কনফিগ পেজটি লোড করুন।

৩। এবার সর্বশেষ সেটিংস "use bitmap for complex scripts" টি yes/no বক্স থেকে "yes" সিলেক্ট করুন।

৪। এখন কনফিগারেশন সেটিংস টি সেভ করুন।

এখন থেকে আপনি মোবাইল থেকে অপেরা মিনি বাউজার দিয়ে বাংলা পড়তে পারবেন।

** অবশ্যই মনে রাখবেন এভাবে বাংলা আপনার মোবাইলে bitmap image আকারে লোড হবে, এর ফলে আপনার ব্রাউজার স্বাভাবিক ইংরেজি টেক্সট এর চাইতে বাংলা দেখানোর জন্য বেশি ডাটা ইউজ করবে।